কালীগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ১১ আগস্ট, ২০২৫, ১১:১৫ এএম
কালীগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার

কালীগঞ্জ উপজেলার কাশিমা এলাকা থেকে ইয়াবাসহ ওহিদুল ইসলাম(৩৫) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার কালীগঞ্জ থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০০ পিচ ইয়াবা ও একটি মোটর সাইকেল উদ্ধার করে।রোববার ভোর ৪ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। আটক ওহিদুল ইসলাম কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাশিমা এলাকা থেকে ওহিদুলকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ পিচ ইয়াবা ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে