সেনবাগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে সেনবাগ উপজেলা প্রশাসন। সোমবার বেলা ১১ টার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে, বাংলাদেশ সেনাবাহিনী ও সেনবাগ থানা পুলিশের সহযোগিতায় উপজেলার অন্যতম ব্যবসা কেন্দ্র সেবারহাট বাজারে ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপজেলা প্রশাসন সেবারহাট উত্তর বাজারে মাছের আড়ৎ সংলগ্ন ৪শতাংশ সরকারি খাল দখল নির্মান করা হ্যাপী সুপার মার্কেট নামে একটি দোতলা বিল্ডিং ও দুই টিন সেডের দোকান ঘর এসকেভেটর (ভ্যাকু) দিয়ে ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। একই সময় অপর একটি ভ্যাকু মেশিন দিয়ে সেবারহাট শের-ই বাংলা উচ্চ বিদ্যালয় মার্কেট সংলগ্ন নোয়াখালী ফেনী খাল দখল করে মার্কেটের রাস্তা নির্মান করায় এই রাস্তাটি ভ্যাকু মেশিন দিয়ে কেটে পানি প্রবাহের ব্যবস্থা করা হয়। এছাড়াও সেবারহাট বাজার থেকে সেনবাগ রাস্তার মাথা পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলেও জানান, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জাহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন,সেনবাগ সেনাক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন ফারভেজের নেতৃত্বে বিপুল সংখ্যক সেনা সদস্য ও সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশএধরণে অভিযোন অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেনর সহকারী কমিশনার মোহাম্মদ জাহিদুল ইসলাম।।