গফরগাঁওয়ে কৃষকের দুটি মহিষ চুরি

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২৪, ০৫:৫০ এএম
গফরগাঁওয়ে কৃষকের দুটি মহিষ চুরি

ময়মনসিংহের গফরগাঁওয়ে রাতের আঁধারে কৃষকের দুটি মহিষ চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাতে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জন্মেজয় গ্রামের সবুজ খাঁনের বসতবাড়ি ভিতর থেকে মহিষ দুটি চুরি হয়। ভুক্তভোগী সবুজ খাঁন বলেন, শনিবার রাত ১২টা পর্যন্ত মহিষগুলো দেখাশোনা করে ঘুমিয়ে পড়ি। গতকাল রোববার সকাল সাড়ে ৬টা মহিষ রাখার স্থানে গিয়ে দেখতে পাই আমার মহিষ দুটি নেই। ধারনা করা হচ্ছে, রাতে চোরেরা মহিষ দুটি চুরি করে পিকআপ অথবা ট্রাকে তুলে নিয়ে গেছে। মহিষ দুটির বর্তমান বাজার মূল্য প্রায় চার লাখ ত্রিশ হাজার টাকা। এব্যাপারে ভুক্তভোগী সবুজ খাঁন বাদী হয়ে গফরগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে