পাবনার চাটমোহর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ,ইভটিজিং,চুরি,ছিনতাই প্রতিরোধে করণীয়,পৌর শহরে যানজট,সামাজিক বিরোধে মামলা মোকদ্দমার উদ্ভব,আত্মহত্যা প্রতিরোধে করণীয়,বেশি দামে রাসায়নিক সার বিক্রি,শিশু খাদ্য ও চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে অভিযান পরিচালনাসহ নানা বিষয়ে আলোচনা করা হয়। সভায় বক্তব্য দেন,উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ,উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ ওমর ফারুক বুলবুল.থানার ইন্সপেক্টর (তদন্ত) নয়ন কুমার সরকার,উপজেলা নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিউল ইসলাম,সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল মোস্তফা আফজাল,মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু,অধ্যক্ষ আব্দুর রহিম কালু,প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার চক্রবর্তী,নিকাহ রেজিস্ট্রার অধ্যক্ষ মওলানা মোঃ আব্দুর রাজ্জাক,পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল,ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু,প্রধান শিক্ষক আর কে এম আঃ রব মিঞা,মওলনা মুফতি মাহদী হাসান,উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস এম মিজানুর রহমান প্রমুখ।