সাবেক এমপি আনোয়ারুল ইসলামের গণসংযোগ ও পথসভা

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১১ আগস্ট, ২০২৫, ০৫:০৩ পিএম
সাবেক এমপি আনোয়ারুল ইসলামের গণসংযোগ ও পথসভা

পাবনা-৩ আসনের সাবেক এমপি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব কে এম আনোয়ারুল ইসলাম সোমবার (১১ আগস্ট) দিনভর ব্যাপক গণসংযোগ করেছেন। তিনি একাধিক পথসভায় বক্তব্য দেন। কে এম আনোয়ারুল ইসলাম আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করার পাশাপাশি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক দেশ গঠণে ৩১ দফার লিফলেট বিতরণ করেন। সাবেক এই এমপি সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত চাটমোহর পৌরসভাসহ উপজেলার মথুরাপুর,মূলগ্রাম,ডিবিগ্রাম ও হরিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। মূলগ্রাম নিচু বাজার,কাঠালবাড়িয়া,বামনগ্রাম,কামালপুর,কাটাখালী ও মথুরাপুরে একাধিক পথসভায় বক্তব্য দেন। এসময় এলাকার মানুষ চাটমোহর থেকে বিএনপির এমপি প্রার্থী দেওয়ার জন্য দাবি জানান।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন,বিএনপি নেতা সৈকত মেম্বার,শেখ আসাদ,বাকিবিল্লাহ,লিয়াকত হোসেন,রফিকুল ইসলাম মাস্টার,উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন,যুবদল নেতা সাগর,ছাত্রদল নেতা ফয়সাল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউল করিম,সদস্য সচিব আসাদুজ্জামান লেবু,স্বেচ্ছাসেবক দলের পৌর আহবায়ক খায়রুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে