দুই ঘণ্টা পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী এমপিরা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশ: ১১ আগস্ট, ২০২৫, ০৬:৪০ পিএম
দুই ঘণ্টা পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী এমপিরা

ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়ে পুলিশের হাতে আটক হওয়ার দুই ঘণ্টা পর মুক্তি পেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রসহ ৩০ জনের বেশি বিরোধী সাংসদ। সোমবার (১১ আগস্ট) দুপুরে পার্লামেন্ট ভবনের সামনের সড়কে এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু, এনডিটিভি এবং টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিহারে ভোটার তালিকা সংশোধন ও ‘ভোট চুরি’র অভিযোগে সোমবার সকালে বিরোধী দলীয় সাংসদরা পার্লামেন্ট ভবনের সামনে সমবেত হয়ে নির্বাচন কমিশনের দিকে পদযাত্রা শুরু করেন। পথে দিল্লি পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকায়। এসময় বিরোধী এমপিরা সড়কে বসে স্লোগান দিতে থাকেন। পরে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র, শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত এবং তৃণমূল কংগ্রেসের সাগরিকা ঘোষসহ ৩০ জনের বেশি সাংসদকে আটক করে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়।

দিল্লি পুলিশের কর্মকর্তারা জানান, নির্বাচন কমিশন কেবল ৩০ জন সাংসদকে তাদের কার্যালয়ে প্রবেশের অনুমতি দিয়েছিল, কিন্তু বিক্ষোভকারীর সংখ্যা অনুমোদনের চেয়ে অনেক বেশি ছিল। এছাড়া পদযাত্রার জন্য আনুষ্ঠানিক অনুমতি নেওয়া হয়নি বলেও পুলিশের দাবি। প্রায় দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে আটক সবাইকে ছেড়ে দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, সড়কে শতাধিক বিক্ষোভকারী পতাকা ও ব্যানার হাতে স্লোগান দিচ্ছেন। কেউ কেউ পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করছেন, আবার অনেকে রাস্তায় বসে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন।