রাজধানীর মগবাজার মৌচাকের ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পার্কিং এলাকায় রাখা একটি প্রাইভেটকার থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) দুপুরে হাসপাতালের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মিজানুর রহমান বেজমেন্টে রাখা সাদা রঙের টয়োটা ফিল্ডার গাড়িতে মরদেহ দুটি দেখতে পান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ির নম্বর প্লেট সংগ্রহ করে বিআরটিএ’র তথ্য অনুযায়ী মালিকের সঙ্গে যোগাযোগ করে। গাড়ির মালিক জানান, নিহতরা হলেন তার গাড়িচালক জাকির এবং তার সহচর নিজাম। দুজনের বাড়ি নোয়াখালীর চাটখিল এলাকায়।
পুলিশ জানায়, রোববার (১০ আগস্ট) ভোরে গাড়ির মালিক হাসপাতালে চিকিৎসাধীন এক আত্মীয়কে দেখতে আসেন। সে সময় গাড়িতে চালক ছাড়াও নিজাম উপস্থিত ছিলেন। পরবর্তীতে মালিক একা ফিরে গেলেও জাকির ও নিজাম গাড়িতেই অবস্থান করছিলেন।
ঘটনাটি তদন্তে পুলিশ ইতোমধ্যে সিআইডিসহ বিশেষজ্ঞ দলকে ডেকেছে। ডিএমপির রমনা জোনের উপকমিশনার মাসুদ জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তিনি বলেন, সব ধরনের তদন্ত শেষে বিষয়টি হত্যাকাণ্ড নাকি অন্য কিছু তা স্পষ্ট হবে।