যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের প্রতিবাদে ভারতে মার্কিন পণ্যের বয়কটের ডাক

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশ: ১১ আগস্ট, ২০২৫, ০৭:১৭ পিএম
যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের প্রতিবাদে ভারতে মার্কিন পণ্যের বয়কটের ডাক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ভারতের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের জবাবে দেশজুড়ে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কোম্পানিগুলোর পণ্য বর্জনের আহ্বান জানানো হচ্ছে। ম্যাকডোনাল্ডস, কোকা-কোলা, অ্যামাজন ও অ্যাপলের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো এই প্রতিবাদের মুখে পড়েছে। ভারতে ব্যবসায়ী নেতারা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থকরা মার্কিন শুল্কের সিদ্ধান্তকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাব জোরদার করছেন।

বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ ভারতে ক্রমবর্ধমান সচ্ছল ভোক্তা শ্রেণিকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানিগুলো দ্রুত ব্যবসা সম্প্রসারণ করেছে। মেটার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা বিশ্বে শীর্ষে, ডমিনোজের রেস্টুরাঁ সংখ্যা দেশজুড়ে অন্য ব্র্যান্ডের থেকে বেশি, আর পেপসি ও কোকা-কোলার পানীয় দোকানের তাক দীর্ঘ সময় ধরে ব্যস্ত থাকে। নতুন অ্যাপল স্টোর খোলার পর কিংবা স্টারবাকস ক্যাফেতে ছাড় দিলে দীর্ঘ লাইনের দৃশ্য স্বাভাবিক।

তবে শুল্ক আরোপের প্রতিবাদের মধ্যে বিক্রিতে তাৎক্ষণিক কোনো বড় ধরনের প্রভাব লক্ষ করা যায়নি। তবুও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশীয় পণ্য কেনার ও মার্কিন পণ্য বর্জনের আহ্বান ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে, যা রপ্তানিকারকদের উদ্বেগ বাড়িয়েছে এবং দিল্লি-ওয়াশিংটনের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।

ভারতীয় প্রতিষ্ঠান ‘ওয়াও স্কিন সায়েন্স’র সহ-প্রতিষ্ঠাতা মনীশ চৌধুরী লিংকডইনে এক ভিডিও বার্তায় দেশের কৃষক ও স্টার্টআপদের সমর্থনের আহ্বান জানিয়ে বলেছেন, ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্যকে বিশ্বজুড়ে আবেগের জায়গায় পরিণত করতে হবে। তিনি দক্ষিণ কোরিয়ার উদাহরণ টেনে দেখান, কীভাবে তাদের খাদ্য ও সৌন্দর্য বর্ধনের পণ্য বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেছে। তিনি উল্লেখ করেন, আমরা হাজার হাজার মাইল দূরের পণ্যের জন্য লাইন দিয়ে বিদেশি ব্র্যান্ডে অর্থ ব্যয় করেছি, অথচ দেশীয় প্রস্তুতকারকরা নিজেদের দেশে মনোযোগ পেতে সংগ্রাম করছেন।

ভারতের ‘ড্রাইভ ইউ’ সংস্থার সিইও রাহম শাস্ত্রী লিংকডইনে লিখেছেন, ভারতের নিজস্ব সোশ্যাল মিডিয়া ও প্রযুক্তি প্ল্যাটফর্ম থাকা উচিত, যেমন চীনের রয়েছে।

রোববার বেঙ্গালুরুতে এক সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘আত্মনির্ভর ভারত’ গঠনের আহ্বান জানিয়ে বলেন, ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বিশ্ববাজারের জন্য পণ্য তৈরি করছে, কিন্তু এখন দেশের প্রয়োজনকে অগ্রাধিকার দেয়ার সময় এসেছে।

ভারতীয় জনতা পার্টির সহযোগী সংগঠন ‘স্বদেশী জাগরণ মঞ্চ’ দেশের বিভিন্ন স্থানে জনসভা করে মার্কিন পণ্য বর্জনের ডাক দেয়। সংগঠনের সহ-সমন্বয়ক অশ্বিনী মহাজন বলেন, দেশীয় পণ্যের প্রতি মানুষের আকর্ষণ বাড়ছে এবং এটি সময়ের ব্যাপার মাত্র। তারা হোয়াটসঅ্যাপে দেশীয় পণ্যের তালিকা ছড়িয়ে দিচ্ছে, যাতে বিদেশি পণ্যের বিকল্প হিসেবে ভারতীয় ব্র্যান্ডের নাম রয়েছে। তাদের প্রচারণায় ‘বিদেশি ফুড চেইন বর্জন করুন’ শিরোনামে ম্যাকডোনাল্ডসসহ বিভিন্ন রেস্টুরেন্ট ব্র্যান্ডের লোগো ব্যবহার করা হয়েছে।

সাধারণ ভোক্তাদের মধ্যে বয়কটকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। উত্তর প্রদেশের লখনউ শহরে ম্যাকডোনাল্ডসের কফি উপভোগ করা ৩৭ বছর বয়সী রজত গুপ্ত বলেন, শুল্কবৃদ্ধির বিষয়টি তার ব্যক্তিগত জীবনকে স্পর্শ করে না এবং তিনি তার প্রিয় ম্যাকপাফ আর কফি থেকে বিরত থাকবেন না।

তবে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা নয়াদিল্লিতে তাদের দ্বিতীয় শোরুমের উদ্বোধন করেছে, যেখানে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় ও মার্কিন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: রয়টার্স

আপনার জেলার সংবাদ পড়তে