বরগুনায় দূর্নীতি বিরোধী বিতর্ক ও পুরস্কার বিতরনী

এফএনএস (মোঃ হাফিজুর রহমান; বরগুনা) : | প্রকাশ: ১১ আগস্ট, ২০২৫, ০৭:৪৭ পিএম
বরগুনায় দূর্নীতি বিরোধী বিতর্ক ও পুরস্কার বিতরনী

বরগুনায় দূর্নীতি দমন কমিশন দুদক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বেলা এগারোটায় বরগুনা জেলা প্রশাসনের সুবর্ন জয়ন্তী হলরুমে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অনিমেষ বিশ্বাস, বরগুনা সরকারি কলেজের সাবেক উপ অধ্যক্ষ প্রফেসর আবদুস সালাম, বরগুনা সরকারি কলেজের সহকারী অধ্যাপক আবু সালেহ মো. শাহীন, বরগুনা সরকারি কলেজের প্রভাষক গোলাম মাওলা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন নয়ন প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন দুর্নিতি প্রতিরোধ কমিটির সদস্য রেজাউল ইসলাম টিটু।

আপনার জেলার সংবাদ পড়তে