কুষ্টিয়ার দৌলতপুর কলেজের হিসাববিজ্ঞান বিভাগের আয়োজনে লালনশাহ ভবন হল রুমে রোববার বেলা ১১টায় সহকারী অধ্যাপক,হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আমিরুল ইসলাম এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। দৌলতপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুস ছালাম এর সভাপতিত্বে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৌলতপুর কলেজের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ রফিজ উদ্দীন, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ নজরুল ইসলাম, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আহাদ আলী নয়ন, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক সঃমঃ সরওয়ার, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাহফুজুল আলম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ রাশেদুজ্জামান রাসেল, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আবুল কালাম আজাদ, (বিএম) শাখার বিভাগীয় প্রধান ও প্রভাষক বাংলা মোছাঃ নাহিদা পারভীন, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ মাহফুজুর রহমান, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোছাঃ সোনিয়া নাহিদ, দৌলতপুর কলেজের অফিস সহকারী মোঃ মনিরুল ইসলা ম ও বিদায়ী শিক্ষক হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক, বিভাগীয় প্রধান ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আমিরুল ইসলাম। বক্তারা বিদায়ী এই গুনি শিক্ষকের জীবনী নিয়ে আলোচনা করেন এবং তার অবসরজীবনের কল্যান, সুস্থতা কামনা করেন পরিশেষে বিদায়ী শিক্ষকের হাতে ক্রেস ও বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেন অনুষ্ঠানের আয়োজক অত্র কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা।