যশোরের চৌগাছায় সিরাজুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার ফুলসারা ইউনিয়নের দুর্গাবরকাঠি গ্রামের মৃত কুদরত আলী ঢালির ছেলে। রোববার রাত সাড়ে আটটার দিকে এঘটনা ঘটে। মৃত সিরাজুল ইসলামের পরিবারের সদস্য এবং প্রতিবেশিরা বলছেন, তার স্ত্রী মারা যাওয়ার পর তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন । চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।