নগরী ও হিজলা উপজেলার পশ্চিম কোড়ালিয়া গ্রাম থেকে ঝুলন্ত অবস্থায় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতরা হলেন-নগরীর নতুন বাজার এলাকার বাসিন্দা মৃত নাসির উদ্দিন হাওলাদারের ছেলে রিসকাচালক সোহাগ হোসেন (২৩) ও হিজলা উপজেলার পশ্চিম কোড়ালিয়া গ্রামের বাসিন্দা আলী বাবুর্চির ছেলে দিনমজুর রাজিব বাবুর্চি (২৮)। শুক্রবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, সোহাগ নগরীতে ব্যাটারিচালিত রিকশাচালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলো। বৃহস্পতিবার বিকেলে নগরীর মুন্সীর গ্যারেজ খুলে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। অপরদিকে হিজলা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ঋণে জর্জরিত কৃষক রাজিবের মরদেহ বৃহস্পতিবার সন্ধ্যায় পরিত্যক্ত একটি ঘর থেকে উদ্ধার করা হয়েছে। উভয় মরদেহ ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে মর্গে প্রেরণ করা হয়েছে।