হাটহাজারীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ১২ আগস্ট, ২০২৫, ০৪:৪৮ পিএম
হাটহাজারীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত

 চট্টগ্রামের হাটহাজারীতে মহাসমারোহে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস মহাসমারোহে গতকাল মঙ্গলবার উদযাপন করা হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এ উপলক্ষে র্যালী, আলোচনা সভা, যুব ঋন বিতরন সন্মাননা প্রদানের আয়োজন করেন। এবারের যুব দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি। 

উপজেলা পরিষদ মিলনায়তনে যুব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উডপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ- ই- জাহান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্হস কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সুজন কানুনগো, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া ও উপজেলা শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাটহাজারী প্রেস ক্লাব এর যুগ্ন সম্পাদক খোরশেদ আলম শিমুল, সাংবাদিক বোরহান উদ্দিন, জাগৃতির সভাপতি মোহাম্মদ ওসমান, জসিম উদ্দিন বাবুল,উদ্যোক্তা রুপনা বড়ুয়া, মোঃ হেলাল উদ্দিন, মোঃ মহিউদ্দিন, যুব সংঘের মোহাম্মদ ওসমান। সভায় আত্মকর্মসংস্থান সৃষ্টিকারী নাজিম, মোঃ সোহেল রানা, উদ্যোক্তা ইরফাত আরা রনি ও উদ্দীপন ক্লাব সন্মাননা প্রদান ও ৯জন প্রশিক্ষনার্থী ও উদ্যোক্তাকে ৯লাখ  টাকা যুব ঋন বিতরন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে