সৈয়দপুরে করতোয়ার ৫০ বছরে পদার্পণ উপলক্ষে সভা

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১২ আগস্ট, ২০২৫, ০৫:৪৮ পিএম
সৈয়দপুরে করতোয়ার ৫০ বছরে পদার্পণ উপলক্ষে সভা

উত্তরাঞ্চলের বহুল প্রচারিত দৈনিক করতোয়া ৫০ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে সৈয়দপুর প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু আয়োজন করেন এক অনুষ্ঠানের। ১২ আগস্ট শহরের সিটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর প্রেসক্লাবের আহবায়ক প্রভাষক শওকত হায়াৎ শাহ। 

এতে বক্তব্য বলেন, সময় টিভির সাকির হোসেন বাদল,এশিয়ান টিভির ওবায়দুল ইসলাম,প্রথম আলোর এম আর আলম ঝন্টু, সাংবাদিক আমিরুজ্জামান, এম এ করিম, নজির হোসেন নজু, আনোয়ার হোসেন প্রামানিক, জিকরুল হক,  কাজী জাহিদ,আমিরুল হক, মিজানুর রহমান মিলন, এম ওমর ফারুক, গোপাল রায়,হীরা শর্মা, মোমিন আজাদ,নওশাদ আনসারি,আমির আলী, সোহেল রানাসহ অনেকে। 

তারা বলেন,বর্তমানে সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছেন। হত্যা করা হয়েছে বেশ কয়েকজন সাংবাদিককে। আর এ ঘটনার পিছের কাহিনী ছিল সঠিক সংবাদ প্রকাশ করা। সাংবাদিকদের মধ্যে এখন ঐক্য প্রয়োজন। অনেকের প্রশ্ন ছিল মফস্বলে যারা সাংবাদিকতার কাজ করে তাদের অনেকের বেতন নেই, ভাতা নেই। মফস্বলের কোন সাংবাদিক বিপদে পড়লে ঢাকায় অবস্থান করা সাংবাদিকরা এগিয়ে আসে না। অথচ ঢাকার কোন সাংবাদিক বিপদে পড়লে মফস্বলে মানববন্ধন হয়। বিচার চেয়ে মিছিল হয়। এই যে বৈষম্য এটা কবে দুর হবে। ঢাকার সাংবাদিকরা লক্ষ কোটি টাকার গাড়ীতে ঘুরে বেড়ায় আর মফস্বলের সাংবাদিকরা দ্বিচক্রযানে শরীরের ঘাম ঝড়ায়।

 সভা শেষে কেক কেটে তা সবার মুখে তুলে দেন করতোয়ার সৈয়দপুর প্রতিনিধি।

আপনার জেলার সংবাদ পড়তে