সৈকত শহর কক্সবাজার কলাতলীর বিভিন্ন স্পা সেন্টারের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন। বিভিন্ন মাধ্যম ও সংবাদ মাধ্যম থেকে তাদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠায় গতরাতে (সোমবার ১১ আগস্ট) এ অভিযান চালানো হয়।
এ সময় স্পা সেন্টারগুলোকে হুঁশিয়ার করে বলা হয়, শিগগিরই অনিয়মের বিরুদ্ধে আরো অভিযান পরিচালিত হবে। প্রাপ্ত অভিযোগগুলোর অনুসন্ধান চলছে বলে জানান ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। তিনি পর্যটকদের অনুরোধ করেন, স্পা সেন্টারগুলো দ্বারা কোন ধরনের
হয়রানির শিকার হলে টুরিস্ট পুলিশের বক্স অথবা কন্ট্রোল রুমের ০১৩২০১৬০০০ নাম্বারে অভিযোগ করার। তিনি কাগজপত্রবিহীন স্পা পরিচালনা অথবা পর্যটকদের ব্ল্যাকমেলিং করলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে উল্লেখ করেন।