গভীর রাতে রাস্তায় দাঁয়িয়ে মালবাহী ট্রাকে চাঁদাবাজি করার সময় ছাত্রদলের ৬ নেতাকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। স্থানীয়রা জানায়, নেকমরদ ইউনিয়নের ছাত্রদলের ৬ নেতাকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গ্রেফতারকৃতরা হলেন এফ জে জাহিদ, আঃ সামাদ, আলামিন, সাগর, রাসেল ও ক্যাসিনো ডিলার ইব্রাহিম। তবে ছাত্রদলের কমিটিতে কে কোন পদে আছে তা বলতে রাজি হননি ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ের নেতারা।
থানা পুলিশ জানায়,রাত ১টা ৩০ মিনিটে একটি লিটারবাহী গাড়ি আটক করে ২৫ হাজার টাকা চাঁদা দাবি করে। গাড়ির চালক ১৫ হাজার টাকা দিতে রাজি হলেও ২৫ হাজার টাকা না দেওয়ায় গাড়ি বিক্রি করে দেওয়ার হুমকি দেন তারা। গাড়ির মালিক বিষয়টি আর্মিকে জানালে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদেরকে গ্রেফতার করে । রাতেই তাদের থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।
এপ্রসঙ্গে থানা অফিসার ইনর্চাজ রফিকুল ইসলাম (ওসি তদন্ত) বলেন, তারা চাঁদাবাজি করলেও তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হয়নি। সেনাবাহিনীর সদস্যরা কোন অভিযোগ করতে রাজি হননি। একারণে ১৫১ ধারায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে।