হাটহাজারীতে চলাচল অযোগ্য সড়ক, সিএনজি সমিতির উদ্যোগে সংস্কার

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ১২ আগস্ট, ২০২৫, ০৬:৫১ পিএম
হাটহাজারীতে চলাচল অযোগ্য সড়ক, সিএনজি সমিতির উদ্যোগে সংস্কার

চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজি সমিতির উদ্যোগে স্বেচ্ছাশ্রমে চলাচল অযোগ্য একটি  রাস্তা সংস্কার শুধু করা হয়েছে। মানুষ আর্থিক লাভ ছাড়া যেখানে কোন কাজ করছে না, সেখানে সিএনজি চালক সমিতি জনস্বার্থে সমাজকর্মী ও  যুব সংগঠক নুর খালেক শহিদের সার্বিক সহযোগিতায় এই কাজটি করেছে। উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নে ৫ নং ওয়ার্ডের রওশন সড়কটি একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। এই সড়ক দিয়ে নিত্যদিন শত শত লোকজন চলাচল করে। সাধারণত মানুষজন ছাড়া ও এই সড়ক পথে দুইটি মাদ্রাসা,  একটি উচ্চ বিদ্যালয় ও একটি ্সজরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী যাতায়াত করে থাকে। চট্টগ্রাম - নাজিরহাট আঞ্চলিক সড়ক থেকে শুরু হয়ে রওশন সড়কটি পশ্চিমের, বার্মা কলোনি, সন্দ্বীপ পাড়া, নোয়া পাড়া, স্কাট কলোনি, কালাবাদশা পাড়া, সরকারহাট রেলওয়ে স্টেশন এবং এলাকার প্রায় বিশটি ইট ভাটায় সহজ যাতায়াতের একমাত্র গুরুত্বপূর্ণ সড়ক রওশন সড়ক। সড়কটি দীর্ঘদিন প্রয়োজনীয়, সংস্কার, মেরামত ও উন্নয়নের অভাবে একপ্রকার চলাচল অযোগ্য হয়ে পড়েছে। সাধারণ মানুষের কথা বাদ দিলে ও কোন অসুস্থ রোগী, সন্তান সম্ভাবা গর্ভবর্তি মহিলা এই সড়ক দিয়ে চলাচল করা প্রায় দূরহ হয়ে উঠেছে। সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে গাড়ি চলাচল করে। সড়কের করুন অবস্থা প্রত্যক্ষ করেন এলাকা সমাজকর্মী, যুব সংগঠক নুর খালেক শহিদ এই সড়ক  দিয়ে ঝুঁকি নিয়ে চলাচলকারী সিএনজি চালকদের সাথে পরামর্শ করে সড়কটি সংস্কারের উদ্যোগ গ্রহন করেন। তিনি সম্প্রতি সড়কটির সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই সময় উপস্থিত ছিলেন রওশন সড়ক সিএনজি সমিতির সভাপতি বদিউল আলম, প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি ফারুক হোসেন, সমিতির সাবেক সভাপতি   আলমগীর হোসেন, স্থানীয় এলাকাবাসীর মধ্যে সহায়তা করেন হাফেজ জামাল উদ্দিন, বাহার উদ্দিন কামাল,  মনছুর আলম ড্রাইভার,  জহির উদ্দীন স্থানীয় ইট ভাটার ব্যবস্থাপক মোঃ জহির  প্রমুখ। সড়ক সংস্কার কাজের উদ্বোধন অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে