সিংড়ায় যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩

এফএনএস (সাইফুল ইসলাম; সিংড়া, নাটোর) : | প্রকাশ: ১২ আগস্ট, ২০২৫, ০৭:০২ পিএম
সিংড়ায় যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩

সিংড়ায় কবুতর চুরির অপরাধে আকরাম হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দুই ভাইকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। সোমবার রাতে রাজশাহী জেলার তানোর সিন্দুকাই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে। গ্রেফতারকৃতরা হল সিংড়া বাজারের লতিফ ভান্ডারীর ছেলে মিঠু ভান্ডারী ও তার ছোট ভাই মামুন ভান্ডারী।

র‌্যাব সুত্রে জানা যায়, গত (৮ আগস্ট) সিংড়া পারসিংড়া মহল্লার যুবক আকরাম হোসেনকে কবুতর চুরির অপরাধে পিটিয়ে ফেলে রেখে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। পরে এবিষয়ে সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের চাচাতো ভাই রাজেস খান। 

এদিকে সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের সোনাপুর এলাকায় গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় শাহেদ আলী (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাবের অপর একটি দল। সোমবার রাতে সোনাপুর কৃষ্ণচূড়া মোড় নামক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে সাড়ে সাত কেজি গাঁজা ও একটি বাটন ফোন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী পাশবর্তী তাড়াশ থানার চরপোষাবাড়ী গ্রামের মৃত কছিমুদ্দিন শেখ এর ছেলে। তবে বর্তমানে সে সিংড়ার সোনপুর এলাকার বাসিন্দা। 

আপনার জেলার সংবাদ পড়তে