“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশূদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যাকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলেঅচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ উদ্বোধন ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রতন কুমার দাস। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায়ের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো: জাহিদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা অতীশ সরদার, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, ওসি (তদন্ত) মো: আলমগীর হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাসন্তী লতা বিশ্বাস, পল্লী বিদ্যুতের ডিজিএম আনন্দ কুমার কুন্ডু, সাংবাদিক খান মাহমুদ আরিফুল হক,শেখ সৈয়দ আলী, প্রশিক্ষনার্থী সৈয়দ মেহেদী হাসান, সোনিয়া আক্তার কারিমা প্রমূখ।
অনুষ্ঠান শেষে প্রতীম মল্লিককে দেড়লাখ, তানজিলা খাতুনকে দেড়লাখ এবং শেখ আশিক মোর্শেদকে এক লাখ টাকার যুব ঋণের চেক প্রদান করা হয়। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গনমাধ্যমকর্মি ও যুবরা উপস্থিত ছিলেন।