একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও পরিবেশগত সমস্যা নিয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) স্কুলের শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) পাবনার চাটমোহর উপজেলার চিকনাই উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্লাস্টিকের কুফল ও পরিবেশগত সমস্যা নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
বেলার রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী তন্ময় সান্যালের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি ছিলেন চিকনাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফার ইয়াসমিন,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,সহ-সভাপতি সঞ্জিত সাহা কিংশুক,হারডোর নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম,এসডিসি’র নির্বাহী পরিচালক খলিলুর রহমান। অনুষ্ঠানে স্কুলের ছাত্র-ছাত্রীরা প্লাস্টিকের ক্ষতিকর বিভিন্ন দিক ও পরিবেশগত সমস্যা নিয়ে আলোচনা করেন।