চাটমোহরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১২ আগস্ট, ২০২৫, ০৭:৩৯ পিএম
চাটমোহরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন

‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি,বহু পাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এ প্রতিপাদে সারাদেশের ন্যায় পাবনার চাটমোহরেও পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস। দিবসটি পালনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যুব র‌্যালী,আলোচনা সভা,যুব ঋণের চেক বিতরণ ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণের আয়োজন করে। 

এ উপলক্ষে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল মাবুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল মতিন,প্রধান শিক্ষক আরকেএম আঃ রব মিঞাসহ অন্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ২৩জন যুব ও যুব মহিলাকে ২১ রাখ টাকার যুব ঋণের চেক প্রদান করা হয়।  

আপনার জেলার সংবাদ পড়তে