জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আজ মঙ্গলবার সকাল ১০ টায় র্যালিটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার নেতৃত্বে র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। দুপুরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট রেজাউল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহনুর আলম। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাফর ইকবাল চৌধুরী। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের ৮ যুব সগঠনকে সনদপত্র, ক্রেস্ট ও যুব পুরস্কার প্রদান করা হয়েছে।
এদিকে র্যালী শোষ করে শহরের সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে হল রুমে ইয়ূথ পিস এম্বাসেডর গ্রুপ সুনামগঞ্জ সদর আয়োজন করে “শান্তি প্রতিষ্টায় তরুণদের ভূমিকা”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার। প্রতিযোগিতায় মেডারেটরের দায়িত্ব পালন করে দি হাঙ্গার প্রজক্টের নাজমুল হুদা মিনা, বিচারক ছিলেন, সুনামগঞ্জ সদর পিএফজির সমন্বয়কারী ফজলুল করিম সাঈদ, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আমিনুল হক, যায়যায় দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সুলেমান কবির। পক্ষ দলে ছিলেন অপর্না দে শ্রেয়া (দলনেতা), নাফিসা নূর,(১ম বক্তা), ফারিহা জামান নিহা(২য় বক্তা), বিপক্ষ দল: শরিফা আনজুম ফাইজা(দলনেতা), পুষ্পিতা মৈত্র পিউ (১ম বক্তা), ফাবিহা সুলতানা অনন্যা(২য় বক্তা) প্রতিযোগতায় বি-পক্ষ দল বিজয়ী হয়। শ্রেষ্ট বক্তা নির্বাচিত হন বিপক্ষ দল: শরিফা আনজুম ফাইজা(দলনেতা)।
দি হাঙ্গার প্রক্টে এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর ও ইয়ূথ এ্যান্ডিং হাঙ্গার সুনামগঞ্জ জেলা কো-অর্ডিনেটর বর্না দাস এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ উচ্চ সবালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা রহমান। বিশেষ অথিতি ছিলেন সহকারী প্রধান শিক্ষক জামাল উদ্দিন, পিএফজির পিস এ্যাম্বাসেডর সিরাজুল ইসলাম পলাশ, পিএফজি সদস্য বৈশাখী টিভির জেলা প্রতিনিধি কর্ণ বাবু দাস, সহকারী শিক্ষিকা মিফতাউল জান্নাত, হাবিবা খাতুন।
স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক কালবেলা সুনামগঞ্জ জেলা প্রতিনিধি একে কুদরত পাশা। বক্তব্য রাখেন, ইয়থ এর আলী ইমরান, শবনম দ্দোজা জ্যোতি, ঝর্ণা আক্তার, আমজাদ হোসেন, লামিয়া খান, আমিনুল ইসলাম নিয়ন, সুমাইয়া আক্তার, হাবিবা আক্তার, শুভ মিয়া, মার্জিা খানম প্রমূখ। বিকেলে পালন করা হয় বৃক্ষরোপন কর্মসূচির। এদিকে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং ইয়থ পিস এম্বাসেডর গ্রুুপের উদ্যোগে জেলার দিরাই, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর ও শান্তিগঞ্জ উপজেলা বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে যুব দিবস পালন করা হয়।