ভালুকায় সড়কে ঝরলো দুই প্রাণ

নএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ১২ আগস্ট, ২০২৫, ০৮:৩২ পিএম
ভালুকায় সড়কে ঝরলো দুই প্রাণ

 ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্থান্তর করেছে। গত সোমবার রাতে আবু সাইদ (৪৫) সিএনজি যোগে ভালুকা সদরে আসার পথে হাজিরবাজার নামক স্থানে একটি কার্ভাড ভ্যান ধাক্কা দেয়। এতে সিএনপি উল্টে পড়ে গিয়ে সে গুরতর আহত হয়। এলাকাবাসী আহতকে উদ্ধার করে ভালুকা সরকারী হাসপাতালে নেয়ার পথে সে  মারা যায়।  নিহত আবু সাইদ নীলফামারী সদর থানার লক্ষ্ণীচাপ গ্রামের আজিজুর রহমানের ছেলে। 

অপর দিকে ভালুকা-গফরগাঁও সড়কের গোয়ারী নামক স্থানে দৈনিক আমারদেশ পত্রিকার সাংবাদিক আলমগীর হোসেনে চাচাতো বোন নাজমা আক্তার (৩২) নিহত হয়েছে। সে গত শুক্রবার বিকাল পাঁচটায় সড়ক দুর্ঘটনায় আহত হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিন দিন মূত্যুর সাথে লড়াই করে গতকাল মঙ্গলবার ভোর পাঁচটায় সে মারা যায়। অদ্য বাদ আছর মহুমার গ্রামের বাড়ী গোয়ারী ঈদগা মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে লাশ দাফুন করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে