সারা দেশে সাংবাদিক হত্যা, হামলা-নির্যাতনের প্রতিবাদ ও জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়েছে।
ফুলবাড়ী মডেল প্রেস ক্লাব-এর আয়োজনে ক্লাবের শহীদ লুৎফর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত কর্মসূচীর সভাপতিত্ব করে ফুলবাড়ী মডেল প্রেস ক্লাবের উপদেষ্টা সাংবাদিক ইউসুফ আলী সংগ্রামী। সঞ্চালক ছিরেন ফুলবাড়ী মডেল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক নাজমুল হুদা।
এতে বক্তব্য রাখেন চারণ কবি আজিজুল হাকীম মন্ডল, রাজনৈতিক ব্যক্তিত্ব হাফিজুর রহমান, ফুলবাড়ী মডেল প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক ইউনুছ আলী আনন্দ, বাংলাদেশ মানবাধিকার কমিশন ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি রাশেদুল হক রানা, সাধারন সম্পাদক আরিফুর রহমান আরিফ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী প্রমূখ।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী মডেল প্রেস ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক এম এ এইচ এরশাদ, বাংলাদেশ মানবাধিকার কমিশনের ফুলবাড়ী উপজেলা শাখার সহ-সভাপতি আলতাফ হোসেন, প্রচার ও প্রকাশক সম্পাদক হাসানুর রহমান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শাহিনুর ইসলাম, নির্বাহী সদস্য সহিদুল ইসরাম প্রমূখ।
বক্তারা বলেন, সাংবাদিকরা লিখনীর মাধ্যমে মানুষকে সচেতনতা সৃষ্টি করেন। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। অথচ সাংবাদিকরা আজ নির্মম হত্যার শিকার হচ্ছে। সাগর-রুনি, গাজিপুরের চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জআমান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।
আমরা আজ পর্যন্ত সাগর-রুনীর হত্যা বিচার দেখতে পাইনি। সম্পৃতি গাজিপুরের চৌরাস্তা সাংবাদিক আসাদুজ্জআমান তুহিনের বিচার পাবো কিনা সন্দেহ রয়েছে। বর্তমান সরকারের আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলেও অভিযোগ তুলে বক্তারা বলেন, আমরা আর সাংবাদিক হত্যা, হামলা-নির্যাতন দেখতে চাইনা।
সকল সাংবাদিক হত্যা, নির্যাতনের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি সাংবাদিক সুরক্ষা আইন দাবি করেন বক্তারা। তা না হলে সাংবাদিক, সাহিত্যিক ও মানবাধিকার কর্মী ও জনসাধারনকে নিয়ে সাংবাদিকরে জন্য বৃহৎ আন্দোলন করা হবে বলে ও হুঁশিযারী ব্যক্ত করে বক্তারা।
সভা শেষে সকল নিহত ও আহত সাংবাদিকদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ফুলবাড়ী মডেল প্রেস ক্লাবের সহ-সভাপতি মমিনুল ইসলাম।