নাচোল সাবস্টেশন চালু ও নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন

এফএনএস (মোঃ আবদুস সাত্তার; নাচোল, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ১৩ আগস্ট, ২০২৫, ০৪:৪১ পিএম
নাচোল সাবস্টেশন চালু ও নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও সাবস্টেশন চালুর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সেচ্ছাসেবী সংগঠন নাচোল ডেভলপমেন্ট সোসাইটির আয়োজনে ১৩ আগস্ট বুধবার সকাল সাড়ে ১০টায় নাচোল বাসস্টান্ড গোল চত্বরে এ  মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তাগণ নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিঃ(নেসকো) গোমস্তাপুর বিক্রয় ও বিতরণ কর্তৃপক্ষের বিরুদ্ধে নাচোলে বিদ্যুত সরবরাহে বৈষম্যে ও অব্যবস্থাপনার অভিযোগ করেন। বক্তাগণ বলেন, একই সময়ে গোমস্তাপুর এলাকায় বিদ্যুত থাকলেও কারণে-অকারণে নাচোলে বিদ্যুত থাকে না। উচ্চ তাপমাত্রা ও ভ্যাপসা গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুত না থাকায় নাচোলের শিক্ষা, চিকিৎসা, কলকারখানা, কৃষি এবং জীবন-জিবিকা দুর্বিসহ হয়ে পড়ে। এছাড়া ঝড় ও বৃস্টির আভাস দেখা দিলেই বিদ্যুতহীন ভুতুড়ে শহরে পরিণত হয় নাচোল। বক্তাগণ বিদ্যুতের এই অব্যবস্থাপনা দুর করতে নেসকো কর্তৃপক্ষকে নাচোল বিদ্যুত বিতরণ কেন্দ্রটি আগামী ৭দিনের মধ্যে প্রয়োজনীয় জনবলসহ চালু করার আল্টিমেটাম ঘোষণা দেন। নেসকো লিঃ এর নাচোল বিদ্যুত বিতরণ কেন্দ্রটি প্রয়োজনীয় লোকবলের অভবে উদ্বোধনের ৬মাস পার হলেও এটি থেকে নাচোলবসী কোন সেবা পাচ্ছেনা। অপর দিকে নেসকো লিঃ গোমস্তাপুর বিক্রয় ও বিতরণ ইউনিটের অধিনে নাচোলের বিদ্যুত বিতরণ ব্যবস্থার নিয়ন্ত্রণ থাকায় দিনের পর দিন ভোগান্তি পোহাতে হচ্ছে নাচোল বাসীকে। এ বিষয়ে নেসকোর গোমস্তাপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী প্রশান্ত কুমার বলেন, নাচোল বিদ্যুৎ বিতরণ কেন্দ্রটি পূর্নাঙ্গরুপে চালু করতে হলে ২.৫ থেকে ৩ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। তাছাড়া লোকবল ৩ জনের স্থলে ১ জন আছে, আরও ২ জন হলে কেন্দ্রটি চালু করা সম্ভব হবে। তিনি আরও বলেন, লোকবল পুরনের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট চাহিদা পাঠানো হয়েছে। শীঘ্রই নাচোল বিদ্যুৎ বিতরণ কেন্দ্রটির কার্যক্রম চালুর আশ্বাস দেন। মানববন্ধনে নাচোল জামায়াতে ইসলামীর পৌর আমীর মনিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নাচোল উন্নয়ন ফোরামের সদস্য সচিব আমানুল্লাহ আল মাসুদ, নাচোল শিল্প ও বণিক সমিতির আহ্বায়ক আসগার আলী, নাচোল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাসানুল হক বেনজির, এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নাজমুল হক ও ছাত্রনেতা আসগার আলী রোমিও।