খামারের বর্জ্য দূষণ ও ফরিদপুরের ডেমরার স্লুইস গেট অপসারণ করে চিকনাই নদী মুক্ত করার দাবিতে পাবনার চাটমোহর উপজেলার চিকনাই নদীর পাড়ে মূলগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১২টায় চলনবিল রক্ষায় আমরা,ধরিত্রি রক্ষায় আমরা (ধরা) ও চিকনাই নদী রক্ষায় আমরার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চিকনাই নদী রক্ষায় আমরার আহবায়ক আব্দুল জব্বার মাস্টারের সভাপতিত্বে ও সদস্য সচিব খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য দেন,চলনবিল রক্ষায় আমরা’র সন্বয়কারী জাহাঙ্গীর আলম,অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ,সাহেব আলী মাস্টার প্রমুখ। মানববন্ধনে চিকনাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।