চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে গরু চোরাচালানের অভিযোগে তিন যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। সোমবার সকালে সদর উপজেলার বাখেরআলী সীমান্ত থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা তিনটি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ মনির-উজ-জামান এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন, সদর উপজেলার বাখেরআলী গ্রামের জালাল উদ্দীনের ছেলে বাকিদুর রহমান (৩৫), বেলপাড়ার মো. সোনা উদ্দীনের ছেলে শহীদুল ইসলাম ও জেলার শিবগঞ্জ উপজেলার নামোজগন্নাথপুর-বাদশাপাড়ার শফিকুল ইসরামের ছেলে মোঃ আব্দুল করিম (৩০)। বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোঃ মনির-উজ-জামান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল বাখেরআলী সীমান্তের গোয়ালডুবি ঘাটে অবস্থান নেয়। সকাল পৌনে ৭ টার দিকে তিন ব্যক্তি তিনটি গরু নিয়ে আসার সময় বিজিবি সদস্যদের দেখে দৌড়ে পালিয়ে যাওয়া চেষ্টার করে। পরে ধাওয়া করে তাদের ভারতীয় গরুসহ আটক করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর আসামি ও জব্দ করা গরু পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।