সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় ব্যাপক পাথর লুটপাটের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৩ আগস্ট) দুপুরে দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রাফী মোহাম্মদ নাজমুস সাদাতের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল সরেজমিনে এলাকা পরিদর্শন করেন।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ জানান, অবৈধভাবে উত্তোলিত পাথরের পরিমাণ, অনুমোদন প্রক্রিয়া এবং এতে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের যোগসাজশ খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় প্রশাসন, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোসহ সংশ্লিষ্ট দপ্তরের অবহেলা আছে কি না, তাও অনুসন্ধানে রাখা হয়েছে।
এ সময় দুদক কর্মকর্তারা সাদা পাথর এলাকায় লুটপাটের চিহ্ন দেখতে পান এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করেন। উপ-পরিচালক রাফী সাদাত সাংবাদিকদের বলেন, “যাদের যোগসাজশে নির্বিচারে পাথর লুট হয়েছে, তাদের শনাক্ত করে তদন্ত প্রতিবেদন কমিশনের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ভোলাগঞ্জে অবৈধভাবে পাথর উত্তোলন চলছে, যার বাজারমূল্য কয়েকশ কোটি টাকা। এতে শুধু প্রাকৃতিক সম্পদের অপূরণীয় ক্ষতিই নয়, পর্যটন কেন্দ্রটির সৌন্দর্যও মারাত্মকভাবে নষ্ট হচ্ছে। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা দ্রুত প্রতিবেদন দাখিল করবে বলে জানা গেছে।