সারা দেশের ন্যায় পাবনার সুজানগরেও জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস- ২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে সুজানগর উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১১টায় উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশ গ্রহণে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া ওই শোভাযাত্রাটি সুজানগর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল গাফফারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ সিদ্দিকুর রহমান পিন্টু, উপজেলা প্রকৌশলী মোঃ মাহমুদুন্নবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শামীম এহসান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোঃ হাসান মাহমুদ। শেষে ৮ জন আত্মকর্মী যুবক ও ৭জন যুব মহিলার মাঝে ১৫ লক্ষ টাকার ঋণ ও প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।