স্থায়ী ক্যাম্পাস দাবিতে অবরোধের ৬ ঘণ্টা পর ট্রেন চালু, বৃহস্পতিবার নতুন কর্মসূচির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৩ আগস্ট, ২০২৫, ০৬:০০ পিএম
স্থায়ী ক্যাম্পাস দাবিতে অবরোধের ৬ ঘণ্টা পর ট্রেন চালু, বৃহস্পতিবার নতুন কর্মসূচির ঘোষণা

স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে ছয় ঘণ্টা রেলপথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবরোধের কারণে বুধবার (১৩ আগস্ট) সকাল থেকে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং আটকা পড়ে একাধিক আন্তঃনগর ট্রেন। বিকেল ৩টার দিকে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করলেও বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল থেকে যমুনা সেতু পশ্চিম এলাকায় রেল ও সড়কপথ একযোগে অবরোধের ঘোষণা দিয়েছেন তারা।

বুধবার সকাল ৯টা থেকে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ট্রেন চলাচল বন্ধ করে দেন। আন্দোলনকারীরা জানান, ২০১১ সালে প্রতিষ্ঠার পরও এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হয়নি। গত ৭ মে একনেক সভায় স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) নীতিগত অনুমোদন পেলেও এরপর আর কোনো অগ্রগতি হয়নি। ফলে ২৬ জুলাই থেকে তারা ফের আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

অবরোধের কারণে ঢাকাগামী ও উত্তরবঙ্গগামী মোট আটটি আন্তঃনগর ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এর মধ্যে ছিল খুলনাগামী চিত্রা এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, চিলাহাটি এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, দিনাজপুরগামী একতা এক্সপ্রেস, রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস এবং ঢাকাগামী একটি তেলবাহী ট্রেন। পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহণ কর্মকর্তা মোছা. হাসিনা খাতুন জানান, এসব ট্রেনের সিডিউল মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে, যা দিনের বাকি সময় ট্রেন চলাচলকে প্রভাবিত করবে।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মনিরুল ইসলাম বলেন, অবরোধ চলাকালে রাজশাহী, চিলাহাটি, দিনাজপুর, রংপুর ও কুড়িগ্রাম থেকে ঢাকাগামী একাধিক ট্রেন ছাড়তে দেরি হয়। যাত্রীদের দীর্ঘ সময় স্টেশনে অপেক্ষা করতে হয়েছে।

আন্দোলনকারী শিক্ষার্থী জাকারিয়া জিহাদ বলেন, “দীর্ঘ ৯ বছরেও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হয়নি। শিক্ষক-শিক্ষার্থী সবাই চরম ভোগান্তির মধ্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এই অবস্থা আর সহ্য করা হবে না।” তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে দাবি পূরণ না হলে সকাল ৯টার পর থেকে যমুনা সেতু পশ্চিম এলাকায় রেল ও সড়কপথ একসঙ্গে অবরোধ করা হবে।

এর আগে একই দাবিতে শিক্ষার্থীরা বগুড়া-নগরবাড়ী মহাসড়কও প্রায় ছয় ঘণ্টা অবরোধ করেছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে