সেনবাগে পূর্বালী বাংক ছমির মুন্সিরহাট শাখার উদ্যোগে বৃক্ষ রোপন

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ১৩ আগস্ট, ২০২৫, ০৬:০৬ পিএম
সেনবাগে পূর্বালী বাংক ছমির মুন্সিরহাট শাখার উদ্যোগে বৃক্ষ রোপন

পূর্বালী ব্যাংক পিএলসি ছমির মুন্সিরহাট শাখার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার সকালে ব্যাংকের উদ্যোগে সকালে শিবপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে ও পরে দুপুরে লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজ ক্যাম্পাসে ব্যাংকের উপমহাব্যাবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ হাফিজুর রহমান সরদারের পক্ষে গাছের চারা রোপন করে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন, ব্যাংকের ছমির মুন্সিরহাট শাখা ব্যবস্থাপক এস.পি.পিও মোঃ সোহেলুর রহমান। লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজের অধ্যক্ষ নুরুল আলম সবুজ, শিবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র দাস ও কলেজ শিক্ষক এবং স্কুলের ম্যানিজিং কমিটির সভাপতি সফিকুর রহমান সবুজ,সদস্য মোঃ ফারুক,মিজানুর রহমান,খন্দকার রাজু সহ শিক্ষক বৃন্দ। 

পূর্বালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সোহেলুর রহমান জানান, দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে দুই শতাধিক ফলজ, ঔষদি, ফুল ও বনজ গাছের চারা রোপন করা হয়। তিনি আরো জানান, ব্যাংক শুধু মুনাপা আয় করেনা দায় শেষ করেনা,  সামাজিক দায়বদ্ধতা থকে এর আগে ব্যাংকের পক্ষ থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় এ্যাম্বুলেন্স প্রদান, নোয়াখালী সরকারি কলেজ, দত্তেরহাট কলেজ, সোনাপুর ডিগ্রি কলেজ, চরজব্বর ডিগ্রি কলেজ সহ দেশব্যাপী এই বৃক্ষ রোপন কর্মসূচি চলমান রয়েছে। এছাড়াও বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ে গবেষনার জন্য অর্থ ব্যায় করে থাকে।

আপনার জেলার সংবাদ পড়তে