সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং রাজ-২৯৩৬) এর নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের নিকট দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগস্ট ২০২৫ বুধবার সকালে দিনাজপুর স্টেশন রোডস্থ কার্যালয়ে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং রাজ-২৯৩৬) এর প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মঈনউদ্দিন হিরু এর নিকট হতে নব নবনির্বাচিত সভাপতি মোঃ মোফাচ্ছিদুল মাজেদ (বিজয় টিভি), নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আতিউর রহমান (যুগান্তর), নব নির্বাচিত সহসভাপতি কুরবান আলী সোহেল (আমাদের কন্ঠ), নব নির্বাচিত সহ সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম আবেদ (গণজাগরণ) , নব নির্বাচিত অর্থ সম্পাদক তাজেদুর রহমান মানিক (বাংলাদেশ টু ডে) সংগঠনের দায়িত্ব বুঝিয়ে নেন।
এ সময় সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং রাজ-২৯৩৬) এর সাবেক অর্থ সম্পাদক বেলাল হোসেন রাজু , সাবেক সহ সাধারণ সম্পাদক সায়েম ওয়াহেদ সিদ্দিকী উপস্থিত ছিলেন।
দায়িত্ব হস্তান্তর শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলের মালা দিয়ে বরণ এবং বিদায়ী সভাপতি জি এম মঈনউদ্দিন হিরু ও তাঁর সহধর্মিণী কাণিজ ফাতেমা সুলতানা কলিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।