Human Welfare Resource Centre(HWRC) এর চেয়ারম্যান প্রফেসর মাহবুব উল আলম বাবলুকে তার সামাজিক কর্মসূচীর জন্য ধন্যবাদ জানিয়ে মেইল পাঠিয়েছেন নরওয়ের দাতা সহায়তা সমন্বয়কারী মারিয়ান কেয়ারস্টাড। তিনি নরওয়েজিয়ান রিফুজি কাউন্সিল (NRC) এর সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করায় ঐডজঈ এর চেয়ারম্যান মাহবুব উল আলমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বার্তা পাঠিয়েছেন।
মারিয়ান তার বার্তায় উল্লেখ করেন নরওয়ের প্রাইভেট ফান্ডারাইজিং অথরিটি ঐডজঈ এর সাথে অংশীদারিত্বের জন্য অনুসন্ধান চালাচ্ছে। উল্লেখ্য, Human Welfare Resource Centre বা মানব কল্যাণ সংস্থান কেন্দ্র সমাজ বা পরিবারে গুরুত্বপূর্ণ অবদানের জন্য গুণি মানুষ বাছাই করে তাদের অ্যাওয়ার্ড দিচ্ছে। নৈতিক মানুষ গড়তে সংগঠনটি নিরলসভাবে কাজ করছে।
এছাড়া সামাজিক ক্ষমতায়ন ও স্বপ্নপূরণ কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে সকল শ্রেণির মানুষকে রাষ্ট্রের সর্বোচ্চ সেবা প্রদানে সক্ষম হিসাবে গড়তে ঐডজঈ এর যে পরিকল্পনা তা প্রশংসিত হয়েছে।
এ ব্যাপারে ঐডজঈ এর চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মাহবুব উল আলম বলেন, আমরা এ পর্যন্ত পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপণ ও স্বাস্থ্য সুরক্ষায় ওষুধ বিতরণসহ শ্রেষ্ঠ শ্বশুর, শ্রেষ্ঠ মা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ শিক্ষাবিদকে সম্মানসূচক অ্যাওয়ার্ড দিয়েছি। এখন সামাজিক ক্ষমতায়ন ও স্বপ্ন পূরণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। এই কাজে নরওয়ের ঘজঈ আগ্রহ দেখিয়েছে।