ঝিনাইদহের কালীগঞ্জে ১০ দিনের ব্যবধানে ২ গড়াই বাস খাদে ও পুকুরে পড়ার ঘটনা ঘটেছে । এতে দুই দফায় ১১ জন আহত হলেও নিহতের কোন ঘটনা ঘটেনি । সর্বশেষ ১৩ আগষ্ট বুধবার দুপুর ১ টার দিকে যাত্রীবাহি গড়াই বাস উপজেলার কেয়াবাগান নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে পুকুরে পড়ে , সে সময় স্থানীয় ও ফায়ার সার্ভিসের তৎপরতায় ৬ জনকে উদ্ধার করা হয় । উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৪ জন যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন । এর মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এর আগে উপজেলার ৩ আগষ্ট কেয়া বাগান এলাকায় অপর আরেকটি গড়াই বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে । সে দূর্ঘটনায় ৫ জন আহত হয়েছিলেন। স্থানীয় বলছেন , সময় সংক্ষেপ করার জন্য ভাঙা রাস্থার দ্রুত গতিতে বাস চালায় গড়াই বাসের চালকরা । যার কারনে প্রতিনিয়ত ঘটছে এমন দূর্ঘটনা ।
কালীগঞ্জ ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।