কাপাসিয়ায় ভোটার তালিকা চূড়ান্তকরণে অবহিতকরণ সভা

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ১৩ আগস্ট, ২০২৫, ০৮:০৪ পিএম
কাপাসিয়ায় ভোটার তালিকা চূড়ান্তকরণে অবহিতকরণ সভা
গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ভোটার তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে সম্পূরক ভোটার তালিকা ও কর্তনযোগ্য মৃত ভোটারদের তালিকা স্থানীয়ভাবে মুদ্রণ, জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্তকরণ এবং সংশোধনীর আবেদনসমূহ নিষ্পত্তিকরণ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগস্ট বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন অফিসার তামান্না রশীদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম। অনুষ্ঠিত সভায় জানানো হয়, যাদের জন্ম তারিখ ০১/০১/২০০৭ অথবা তার পূর্বে, তাদের ভোটার ডাটাবেইজে যে কোন ধরণের ভুল থাকলে তা আগামী ২১ আগস্ট পর্যন্ত বিনামূল্যে সংশোধন করা হবে। এব্যাপারে ফরম-১৪ পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রাদি সংযুক্তপূর্বক সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসারের দপ্তরে জমা দিতে হবে। সম্পূরক ভোটার তালিকা প্রকাশের পর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, মৃত্যুজনিত বা অন্তর্ভুক্তি হওয়ার অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং ইহাতে কোন অন্তর্ভুক্তি সংশোধন বা ত্রুটি- বিচ্যুতি দূর করার জন্য এসময়ের মধ্যে আবেদন করতে হবে। আবেদন সমূহ ফরম-২, ১২, ১৩ ও ১৪ এর মাধ্যমে সম্পন্ন করতে হবে। দাখিলকৃত আবেদন সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসার কর্তৃক ২৪ আগস্ট নিষ্পত্তির শেষ দিন। সংশোধনের জন্য দাখিলকৃত দরখাস্তের উপর গৃহীত সিদ্ধান্ত সন্নিবেশনের শেষ দিন ২৬ আগস্ট। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ কর্তৃক চুড়ান্ত সম্পূরক ভোটার তালিকা প্রস্তুত ও সিএমএস পোর্টালে লিংক সরবরাহের শেষ দিন ২৯ আগস্ট। সম্পূরক তালিকাসহ চুড়ান্তভাবে ০১/০১/২০০৭ বা তার পূর্বে যাদের জন্ম, তাদের ভোটার তালিকা ৩১ আগস্ট প্রকাশ করা হবে। অবহিতকরণ সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আশরাফ উল্লাহ, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদ প্রশাসক ও প্রশাসনিক কর্মকর্তাগণ। অবহিতকরণ বিষয়টি নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসার আদেশপ্রাপ্ত হয়ে গণ-বিজ্ঞপ্তি আকারে সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম, মাইকিং ও বিভিন্ন মসজিদে প্রচার করছেন।
আপনার জেলার সংবাদ পড়তে