কক্সবাজার-৪, উখিয়া-টেকনাফ আসনে জননেতা ববি হাজ্জাজের বিশ্বস্ত সৈনিক জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম (নিবন্ধন নং-৪৩ ) কেন্দ্রীয় কমিটির কৃষি শ্রম ও সমবায় বিষয়ক সম্পাদক এবং কক্সবাজার জেলা কমিটির সভাপতি বিশিষ্ট আইনজীবী, সমাজ সেবক "এডভোকেট সাইফুদ্দিন খালেদ"কেই দলীয় মনোনয়ন দেয়া হবে বলে দলীয় সুত্রে জানা গেছে।
এডভোকেট সাইফুদ্দিন খালেদ গত জাতীয় সংসদ নির্বাচন -২০১৮ সালে এনডিএম এর জোট গণঐক্যের পক্ষে হারিকেন প্রতীক নিয়ে কক্সবাজার-৪, উখিয়া-টেকনাফ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেলেও এবারে এনডিএম এর দলীয় প্রতীক সিংহ প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন বলে জানা গেছে।
শিক্ষাগত ও পেশাগত জীবনে এডভোকেট সাইফুদ্দিন খালেদ একজন উচ্চ শিক্ষিত ও মেধাবী ব্যক্তিত্ব। তিনি একাউন্টিং থেকে অনার্স, মাস্টার্স, বিএড, এলএলবি, এলএলএম ডিগ্রিধারী। এছাড়াও একসময় তিনি সরাসরি সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন। এখন বিভিন্ন প্রত্রিকা ও সাংবাদিক সংগঠনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োজিত বলে জানা গেছে। নতুন প্রজন্ম একজন উচ্চ শিক্ষিত ও মেধাবী ব্যক্তিত্ব হিসেবে এডভোকেট সাইফুদ্দিন খালেদকে বিকল্প হিসেবে চিন্তা করতে পারে বলে সচেতন মহলের ধারণা।
তিনি উখিয়া উপজেলার রত্না পালং ইউনিয়নের ১নং ওয়ার্ড ভালুকিয়া মাতবর পাড়া নিবাসী ও বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও ইসলামী ব্যক্তিত্ব নুরুল ইসলাম মাস্টারের বড় ছেলে ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের একজন প্রতিবাদী, স্বনামধন্য আইনজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সকলের কাছে সুপরিচিত বলে জানা গেছে।
কক্সবাজার-৪, উখিয়া-টেকনাফ আসনে সংসদ নির্বাচনে অংশ গ্রহণ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জাতীয় সংসদ সদস্য বা আইনপ্রণেতা হওয়ার মতো যোগ্যতা আমার আছে, এলাকার জনগণ যদি আমার যোগ্যতা ও ওজন উপলব্ধি করতে পারে তবেই আমি প্রতিদ্বন্দ্বিতা করবো ইনশাআল্লাহ। জনগণের প্রতি আপনার প্রতিশ্রুতি কি জানতে চাইলে তিনি জানান, আমরা ইতিপূর্বে মাদক সংশ্লিষ্টদের এ আসনের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছি তাই এই এলাকা মাদকের অভয়ারণ্য হিসেবে পরিচিত। আমি নির্বাচিত হলে মাদক নির্মূল, বেকারত্ব রোধ, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার উন্নয়ন, ব্যবসাবানিজ্যের উন্নয়ন, রোহিঙ্গা সমস্যা সমাধান, আইনশৃঙ্খলার উন্নয়ন সহ জনগুরুত্বপূর্ণ কার্যাদি করতে একজন যোগ্য জনপ্রতিনিধি হিসেবে ভূমিকা রাখবো।
বিএনপির প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরীর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওনি আমার মোরব্বি, আমার পিতার ও মোরব্বি, ওনার বিষয়ে কোন মন্তব্য নেই বলে জানান।