বাউফলে জেলা ছাত্রলীগের নেতা মান্না গ্রেপ্তার

এফএনএস (হারুন অর রশিদ; বাউফল, পটুয়াখালী) : | প্রকাশ: ১৪ আগস্ট, ২০২৫, ১১:২৩ এএম
বাউফলে  জেলা ছাত্রলীগের নেতা  মান্না গ্রেপ্তার

ছাত্রলীগ (নিষিদ্ধ ঘোষিত সংগঠন) পটুয়াখালী জেলার সহ-সম্পাদক মান্না হাওলাদারকে(৪৫) গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার(১৩ আগস্ট) রাতে তাকে  বাউফলের ধুলিয়া নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে বাউফল  থানা পুলিশ।

তার বাবার নাম মৃত আনিছুর রহমান রব। তিনি ধুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  ছিলেন।

তবে কি কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

ঘনিষ্ট একটি সূত্র জানায়, তার বিরুদ্ধে  কোন মামলা  নেই। সম্প্রতি মান্না তার ফেসবুক আইডি থেকে  শেখ হাসিনাকে নিয়ে একটি পোস্ট দিয়েছিল। ধারণা করা হচ্ছে এ কারণে তাকে গ্রেপ্তার করা হতে পারে।

নাম প্রকাশ না করে মান্নার স্ত্রী  বলেন, 'মান্না ছাত্রলীগ  করলেও তিনি শান্ত স্বভাবের মানুষ ছিলেন। কোন বিভেদ বা বিরোধে জড়িত ছিলনা। মান্না স্থানীয়  পলিটিক্সের শিকার  হয়েছেন।'

আপনার জেলার সংবাদ পড়তে