দিনাজপুরের নবাবগঞ্জে বসত বাড়িতে ডাকাতির সময় লুটপাটে বাধা দেওয়ায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া রিমু (১৪) নামে এক স্কুল শিক্ষার্থীকে কুপিয়ে গুরুতর আহত করেছে ডাকাতরা।
বুধবার ( ১৩ আগষ্ট) দিবাগত রাত দু'টায় দিকে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের বাজিতপুর গ্রামের কাপর ব্যবসায়ী গোলাপফুলের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত রিমু (১৪) গোলাপফুলের একমাত্র মেয়ে ও ভাদুরিয়া সাহাম্মাদ আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন ভাদুরিয়া ইউনিয়নের ইউপি সদস্য রাজু আহম্মেদ।
রিমুর বাবা গোলাপফুল জানান, ভাদুরিয়া বাজার থেকে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাত ১০ টায় বাড়ি ফিরে, পরিবারের সকলের সাথে খাওয়া দাওয়া শেষে রাত ১২ টায় সকলে নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। পরে আনুমানিক রাত ২ টায় ডাকাতরা বাড়ির ভিতরে প্রবেশ করে তার মেয়ের কক্ষে ঢ়ুকে, সাড়ে ৩ ভরি সোনা ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে পালানোর সময় তার মেয়ে রিমু টের পেলে ডাকাতরা রিমুর মাথায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে টের পেয়ে ভোর রাতে গুরুতর আহত অবস্থায় রিমুকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসকরা রেফার করে। পর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় ।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান,ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করেনি ভুক্তভোগী পরিবার, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।