শৈলকুপায় আ'লীগের সভাপতি কে কুপিয়ে হত্যার চেষ্টা

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : | প্রকাশ: ১৪ আগস্ট, ২০২৫, ০২:০২ পিএম
শৈলকুপায় আ'লীগের সভাপতি কে কুপিয়ে হত্যার চেষ্টা

ঝিনাইদহের শৈলকুপায় কুপিয়ে দুর্বৃত্তরা জলিল  মোল্লা নামের এক ব্যক্তিকে গুরুতর আহত করেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার ৮ নং ধলহরা চন্দ্র ইউনিয়নের শেখপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আহত জলিল মোল্লা ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।  জানা গেছে রাতে লাঙলবাঁধ বাজার থেকে বাড়ি ফেরার সময় শেখপাড়া নামক স্থানে  পৌঁছালে আগে থেকেওৎ পেতে থাকা দুর্বৃত্তরা  তাকে হত্যার জন্য  কুপিয়ে  গুরুতর আহত করে। তার আত্মচিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মাগুরা সদর হাসপাতালে  ভর্তি করে। এই ব্যাপারে মালিথিয়া পুলিশ ক্যাম্পের ইন চার্জ এস আই তামিম জানান, রাতে শেখপাড়া গ্রামের জলিল মোল্লা নামের এক ব্যক্তিকে সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর আহত করেছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি তবে এ ব্যাপারে কেউ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের  বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 


আপনার জেলার সংবাদ পড়তে