পাবনার বেড়ায় সেপটিক ট্যাংকের ভেতর থেকে নির্মাণসামগ্রী অপসারণের সময় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(১৪ আগষ্ট)সকাল সাড়ে ১০ টার দিকে বেড়া পৌর মহল্লার দক্ষিনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই ব্যাক্তি হলেন-বেড়া পৌর সদরের হাতিগাড়া এলাকার আবুল কালামের ছেলে সজিব (৩৩) এবং একই এলাকার আব্দুল গফুরের ছেলে মুস্তাকিন(২১)। এ ঘটনায় গুরুতর আহত আরেক নির্মাণ শ্রমিক বৃশালিখা গ্রামের নূর মোহাম্মদ আলীর ছেলে রবিউল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেড়া পৌর এলাকার দক্ষিনপাড়া মহল্লায় তাহেজ উদ্দিনের বাড়িতে মাসখানেক আগে একটি সেপটিক ট্যাংক নির্মাণ করা হয়। দির্ঘদিন ধরে পরে থাকার পর বৃহস্পতিবার সকালে সজিব ও মুস্তাকিন ট্যাংকের মধ্যে থাকা কাঠ-বাঁশ(শাটার)খুলতে যান। এসময় ভেতরেই তাঁরা অচেতন হয়ে পড়েন। বিষয়টি অন্য শ্রমিক রবিউল টের পেয়ে দ্রুত তাঁদের উদ্ধারের চেষ্টা করলে তিনিও ভেতরে অচেতন হয়ে পড়েন। ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেওয়া হলে তারা এসে তাদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় সেখানকার চিকিৎসক সজিব ও মুস্তাকিন নামে দুজনকে মৃত ঘোষণা করেন।
বেড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হালিম বলেন,সমপ্রতি ওই সেপটিক ট্যাংকটি নির্মাণ করা হয়েছিল। ট্যাংকের ভেতরে শাটার (কাঠের পাটাতন) ও বাঁশ খুলতে প্রথমে দুইজন ওই ট্যাংকের ভেতর নামেন। কিন্তু তাঁদের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। পরে আরও একজন শ্রমিক ভেতরে নামলে তাঁরও কোন সাড়া পাওয়া যাচ্ছিল না।পরে অন্য শ্রমিকেরা বিষয়টি টের পান এবং তাঁরা তাঁদের দুজনকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে ট্যাংকের দেয়াল ভেঙে গ্যাস বের করি। পরে তাঁদের দুজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এ সময় সেখানকার চিকিৎসক ওই দুজনকে মৃত ঘোষণা করেন।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)ওলিউর রহমান ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সেপটিক ট্যাংকির শাটার খুলতে গিয়ে ২ জন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে ইউ ডি মামলা দায়ের হয়েছে।