টাইফয়েড টিকাদান কর্মসূচী উপলক্ষে মুক্তাগাছা উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আরএমও ডাঃ তানভীর সায়েম, উপজেলা শিক্ষা অফিসার কবিতা নন্দী, সাংবাদিক ফেরদৌস আলম, শিক্ষক নেতা আব্দুল জলিল, মঞ্জুরুল হক, তোফায়েল আহমেদ প্রমুখ। সভায় উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। সভায় জানানো হয় এবার মুক্তাগাছা উপজেলার ৯মাস থেকে ১৫ বছর বয়সী ১লক্ষ ৩০হাজার জনকে টাইফয়েড প্রতিরোধে টিকা প্রদানের টার্গেট নেয়া হয়েছে।