শিশুর চোখের জ্যোতি ফেরাতে অর্থ সহায়তা দিলেন ইউএনও

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : | প্রকাশ: ১৪ আগস্ট, ২০২৫, ০৫:২৩ পিএম
শিশুর চোখের জ্যোতি ফেরাতে অর্থ সহায়তা দিলেন ইউএনও

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন দু’দিন আগে তার অফিস কক্ষে আফজাল হোসেন (৩) নামক এক চোখ অন্ধ শিশুর দৃষ্টি ফেরাতে ২৫ হাজার টাকা অর্থ সহায়তা দিয়েছেন। উপজেলা সদর ইউনিয়নের দ্বারাজদ্দিন মোল্যা ডাঙ্গী গ্রামের শেখ কাদেরের শিশু ছেলে আফজাল হোসেন কিছুদিন আগে খেলাচ্ছলে কাস্তের (কাঁচির) আঘাতে বাম চোখে গুরুতর জখম হয় এবং পরবর্তিতে শিশুটির ওই চোখ অন্ধ হয়ে যায়। শিশুটির চোখ অপারেশনের জন্য প্রচুর অর্থের প্রয়োজন বিধায় উপজেলা নির্বাহী অফিসার সদয় হয়ে শিশুটির পিতার হাতে ২৫ হাজার টাকার চেক তুলে দেন। 

জানা যায়, হত দরিদ্র পরিবারের শিশু আফজাল শেখ কিছুদিন আগে দুই শিশু ভাই মিলে বাড়ীতে খেলা করছিল। এ সময় আরেক ভাইয়ের হাতে থাকা কাস্তের আঘাতে আফজারের বাম চোখে গুরুতর জখম হয়। আহত আফজালকে নিয়ে তার পরিবার পরিজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়েছেন। কিন্তু আফজালের বাম চোখটি অন্ধ হয়ে যায়। ডাক্তার বলেছেন, শিশু আফজালের বাম চোখটি দ্রুত প্রতিস্থাপন না করলে ভবিষ্যতে ডান চোখেরও দৃষ্টি হারাতে পারে। এ অবস্থায় শিশুটির চিকিৎসার জন্য হত দরিদ্র পরিবারটি সকলের সহায়তা কামনা করেছেন। উপজেলা নির্বাহী অফিসার এ খবর পেয়ে শিশুটির সুচিকিৎসার জন্য তার পিতার হাতে ২৫ হাজার টাকার চেক তুলে দেন।

উল্লেখ্য, শিশুটির চিকিৎসা সহায়তা দিতে বিকাশ (পার্সোনাল) নাম্বারটি হলো-০১৫৯০-০৯৬২৮৬ এবং নগদ (পার্সোনাল)-০১৭৫৬-২৩২১৪৪।

আপনার জেলার সংবাদ পড়তে