খুলনায় দেশীয় অস্ত্রসহ চরমপন্থী শামিম আটক

এফএনএস (এম এ আজিম; খুলনা) : | প্রকাশ: ১৪ আগস্ট, ২০২৫, ০৭:১৬ পিএম
খুলনায় দেশীয় অস্ত্রসহ চরমপন্থী শামিম আটক

খুলনায় দেশীয় অস্ত্রসহ নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির এক সেকেন্ড ইন কমান্ডের অনুসারী ও একাধিক মামলার আসামি শামীম বন্দে ওরফে বাবুকে আটক করেছে যৌথ বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ২টার দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা ছোট বয়রা ইসলামীয়া কলেজ সংলগ্ন এলাকায় নৌবাহিনীর নেতৃত্বাধীন যৌথ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানকালে শামীম বন্দে অরফে বাবু নামে একাধিক মামলার আসামিকে আটক করা হয়। এছাড়া তার নিকট হতে ৫ রাউন্ড দেশীয় কার্তুজ, ৮টি ছুরি, ৪টি চাপাতি, ২টি দা ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। অভিযানের সোনাডাঙ্গা থানা পুলিশ অংশগ্রহণ করেন।

আটক ব্যক্তিকে জব্দকৃত মালামালসহ সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। শামীম বন্দে ওরফে বাবু পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সেকেন্ড ইন কমান্ড বিটু মঈনের অনুসারী।

আপনার জেলার সংবাদ পড়তে