বাঘায় পদ্মার চরে বন্যায় ক্ষতিগ্রস্থদের খাদ্য দিলেন বিএনপি নেতা

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : | প্রকাশ: ১৪ আগস্ট, ২০২৫, ০৭:৩০ পিএম
বাঘায় পদ্মার চরে বন্যায় ক্ষতিগ্রস্থদের খাদ্য দিলেন বিএনপি নেতা

রাজশাহীর বাঘায় পদ্মার চরে বন্যায় ক্ষতিগ্রস্থদের খাদ্য দিলেন জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ। বৃহস্পতিবার (১৪ আগষ্ট) দুপুরে জেলা ছাত্রদলের আহবায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামিম সরকারের নিজস্ব অর্থায়নে উপজেলার পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ ৮০০টি পরিবারের মাঝে এই খাদ্য বিতরণ করা হয়। পরে আবু সাঈদ চাঁদ ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে কথা বলেন।

খাদ্য বিতরণের আগে এক আলোচনা সভায় জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ বলেছেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় মানুষের পাশে থাকবে বিএনপি। আগামীতে বিএনপি সরকার গঠন করবে। কেউ কোন অনিয়ম দূর্নীতি করলে সাথে সাথে দলীয় সিন্ধান্ত নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। 

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, এক কেজি গুড়, এক প্যাকেট মুড়ি, আধা কেজি চিড়া, একটি গ্যাস লাইট, এক প্যাকেট বিস্কুট, এক প্যাকেট স্যালাইন। 

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন, কাজী রওনোকুল ইসলাম শ্রাবন, রাজশাহী জেলা ছাত্রদল আহবায়ক এসএম সালা উদ্দীন অহমেদ শামীম সরকার, চারঘাট উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম, গড়গড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মাুসদ করীম টিপু, চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জগলু শিকদার প্রমুখ।

বণ্যার কারণে কালিদাশখালি, মানিকের চর, পলাশিফতেপুর, নীচ পলাশিফতেপুর, উদপুর, লক্ষীনগর, চকরাজাপুর, দিয়াড়কাদিরপুর, চৌমাদিয়া, আতারপাড়া চরের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে চাষ করা সবজি, পেঁপে বাগান। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন, ক্ষতিগ্রস্থ লোকজনের তালিকা করে সহযোগিতা করা হচ্ছে।