আ. লীগের কেন্দ্রীয় কার্যালয়ের আশেপাশে কঠোর অবস্থানে পুলিশ

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১৫ আগস্ট, ২০২৫, ১২:৪২ পিএম
আ. লীগের কেন্দ্রীয় কার্যালয়ের আশেপাশে কঠোর অবস্থানে পুলিশ

১৫ আগস্ট বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের গুলিস্তান কেন্দ্রীয় কার্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুক্রবার সকাল থেকে দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তায় রেখেছেন এই এলাকা।

এ ছাড়াও দলটি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যেন জমায়েত হতে না পারে, সেজন্য আশপাশের এলাকায় কঠোর অবস্থানে রয়েছে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।

সকাল থেকে গুলিস্তান এলাকাটি একদম স্বাভাবিক দেখা গেছে। কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নিরাপত্তা বেষ্টনিতে রয়েছে শহিদ আবরার ফাহাদ অভিনিউ।

আপনার জেলার সংবাদ পড়তে