বাজিতপুরে আইন শৃঙ্খলা চরম অবনতি

হ্যান্ডকাফ নিয়ে আসামী পলায়ন, পুলিশ বাদী হয়ে মামলা

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৫ আগস্ট, ২০২৫, ১২:৪৯ পিএম
হ্যান্ডকাফ নিয়ে আসামী পলায়ন, পুলিশ বাদী হয়ে মামলা

কিশোগঞ্জের বাজিতপুর উপজেলার থানা পুলিশ আসামী ধরার পর পৌর আওয়ামীলীগের সহ সাধারণ সম্পাদক জুম্মন মিয়াকে একদল পুলিশ সাড়াশি অভিযান চালালে হ্যান্ডকাফ নিয়ে পালালো আসামী। পরে পুলিশকে হ্যান্ডকাফটি ফেরত দেওয়ার কারণে এলাকাবাসীর মধ্যে রহস্যের ধানা বেধে উঠেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ওয়ারেন্ট ভুক্ত আসামীকে ছিনিয়ে নেয়। এ অভিযানটি পরিচালনা করেন এস.আই আব্দুল কাদির ও এস.আই শ্যামল দত্ত। এ ঘটনায় কয়েকজন পুলিশ আহত হয়। এরপর পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে প্রায় ৩০-৩৫ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেন। এছাড়া বাজিতপুর পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে চুরি, ছিনতাই, ইয়াবা ব্যবসায়ীদের ব্যবসা ব্যাপক হারে বেড়েছে বলে অভিযোগ উঠেছে। বাজিতপুর পৌরসভার কয়েকটি পয়েন্টে ও বিভিন্ন ইউনিয়নে শত শত পয়েন্টে ইয়াবার ব্যবসা ব্যাপক হারে বেড়েছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে এ উপজেলার মানুষের মধ্যে নানা গুঞ্জন রয়েছে। বাজিতপুর সার্কেলের এসপি সত্যজিত কুমার ঘোষ গণমাধ্যম কর্মীদের বলেন, ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে ছাড় দেওয়া হবে না। হ্যান্ডকাফ পড়া আসামীকে পুনরায় গ্রেফতারসহ হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবেন বলে উল্লেখ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে