সেনবাগে শিক্ষককে অবঃ জনিত বিদায়ী সংবর্ধনা

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) :
| আপডেট: ১৫ আগস্ট, ২০২৫, ০১:৩৩ পিএম | প্রকাশ: ১৫ আগস্ট, ২০২৫, ০১:২৩ পিএম
সেনবাগে শিক্ষককে অবঃ জনিত বিদায়ী সংবর্ধনা

সেনবাগে উত্তর সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রীতি কণা শীলের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনু্িষ্ঠত হয়েছে। বৃহস্পতিবার বিকলে বিদ্যালয়ে হল রুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন নাহার বেগমের সভাপতিত্বে ও শিক্ষক সমীর চন্দ্র দেব নাথের সঞ্চালনায় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সেনবাগ উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার ফারভেজ, বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ হেলাল উদ্দিন  ও উপজেলা ইনষ্টাক্টর মোঃ ওহিদুর রহমান। এ সময় বিদ্যালয়ের প্রাক্তম ছাত্র মুজিবুর রহমান মুজিব, মোঃ মাসুদ, জাহাঙ্গীর আলম, আবদুল্লাহ আল মামুন, মোঃ রিপন, মোশারাফ হোসেন বাবু, আবদুর রহমান, মনির হোসেন, মহিন ও শিক্ষক আবদুল মান্নান।

উল্লেখ্যঃ বিদায়ী শিক্ষিকা প্রীতি কণা শীল ৮/৬/১৯৮৭ সাল সেনবাগের কাবিলপুর ইউপির উত্তর সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে যোগদান করেন। দীর্ঘ ৩৮ বছর ৫মাস ৯দিন শিক্ষকতা শেষে কর্ম দিবস ছিলো বুধবার। গুনি ওই শিক্ষিকার বিদায়ী উপলক্ষে প্রাক্তম মুজিবুর  রহমান মুজিবের নেতৃত্বে একদল প্রাক্তম ও বর্তমান ছাত্ররা তাদের প্রিয় শিক্ষিকাকে বিদায়ী সংবর্ধনা দেওয়ার আয়োজন করে। বৃহস্পতিবার বিকেলে শিক্ষিকা প্রীতি কণা শীলেকে সংবর্ধন্ াদেওয়া হয়। সংবর্ধনা শেষে প্রাক্তম ,বর্তমান ছাত্র ও স্কুলের পক্ষ থেকে নানা রকম উপহার সামগ্রী দিয়ে সু-সজ্জিত একটি প্রাইভেট কার যোগে তাদের প্রিয় শিক্ষককে তার নিজ বাড়ি সাহাপুরে পৌছে দেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে