দেশীয় অস্ত্র ও মাদকসহ ইউপি সদস্য গ্রেপ্তার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৫ আগস্ট, ২০২৫, ০৪:৩৪ পিএম
দেশীয় অস্ত্র ও মাদকসহ ইউপি সদস্য গ্রেপ্তার

দেশীয় অস্ত্র ও মাদকসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য রাসেল হালদারকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে চরবাড়িয়ার গাজীর খেয়াঘাট সংলগ্ন রাসেলের বাসার পাশের বিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে বেশ কয়েকটি দেশীয় অস্ত্র ও ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত রাসেলকে জিজ্ঞাসাবাদ চলছে।