কুড়িগ্রামের চিলমারীতে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী,গণতন্ত্রের মা,আপোষহীন নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন পালিত হয়েছে। চিলমারী উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদ মোড়ে দলীয় কার্যালয়ে সকাল ১১ টায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল বারী সরকার,সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহঃ অধ্যাপক রফিকুল ইসলাম স্বপন,সদস্য সচিব সহঃ অধ্যাপক আবু হানিফাসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও তার দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন চিলমারী উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মামুনুর রশিদ মামুন।