সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয়ে শুক্রবার বাদ আছর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপি'র যুগ্ন আহবায়ক ডা: মাঈন উদ্দিন বাহারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক আনোয়ার হোসেন মকুল। উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মফিজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাবেক চেয়ারম্যান আলী আক্কাস, সাবেক চেয়ারম্যান কলিমুল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিম উদ্দিন মাকসুদ, পৌর বিএনপি নেতা তাজুল ইসলাম, জোড্ডা পূর্ব ইউনিয়ন বিএনপি সভাপতি হুমায়ুন কবি দুলাল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালেহ আহমেদ সালে,সাবেক সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গির মন্টু, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল আলী, পৌরসভা বিএনপি'র সদস্য মাইনুদ্দিন মিঠু, প্রমুখ । দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা জাতীয়তাবাদি ওলামা দল সভাপতি মাওলানা নুরুল হক মাহদি।